বুস্ট আপকে অ্যাড করার প্রসেস
- আমাদের বিজনেস ম্যানেজার থেকে আপনার পেজে রিকোয়েস্ট দেয়া হবে। অবশ্যই পেজ এর নাম অথবা লিংক দিতে হবে। রিকোয়েস্ট টি একসেপ্ট করতে কম্পিউটার ইউজ করতে হবে কারণ মোবাইলে সব সময় এটি শো করে না। রিকোয়েস্ট টি নোটিফিকেশনে না পেলে আপনার পেজের পেজ রোলে চেক করুন।
অথবা
- আপনার পেজের পেজ রোলে আমাদের বুস্ট আপ এর আইডি অ্যাড করতে হবে “Boost Up” এর পরিবর্তে এখন শুধুমাত্র টাইপ করুন “Sharmin Akhtar” লোগোসহ প্রথমেই পেয়ে যাবেন আমাদের এজেন্টকে। যেভাবে অ্যাড করবেন ID Link: আমাদের এজেন্টকে https://www.facebook.com/rumplestic
- কম্পিউটার ইউজার : পেজ এর উপরে সেটিং > বাম পাশের কলামে পেজ রোল >টাইপ করবেন “Sharmin Akhtar” >সেভ এস এডিটর Details in Facebook Help
Step-1Step-2
Step-3Step-4
Step-5
- মোবাইল ইউজার: আপনার মোবাইলে কোন ব্রাউজার থেকে ফেসবুকে লগইন করুন তারপর আপনার যে পেজে বুস্ট আপ কে অ্যাড করবেন ওই পেজে যান তারপর more> edit setting>page role > write “Sharmin Akhtar” ফার্স্টের টা কে সিলেক্ট করে অ্যাড করুন আমাদের লোগো সহ শো করবে। আপনি এডভার্টাইজার /এডিটর করে সেভ করুন। আমরা এডিটর রিকমেন্ড করি । এই লিংকের ভিডিও টি দেখেও হেল্প নিতে পারেন : Boost up add by Mobile
Step-1: Step-2:
Step-3:
Step-4Step-5
Step-6
ফিরে যাই: ফেসবুক প্রমোশন এবং বুস্টিং পেজে।